খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

সাতক্ষীরায় ৯৫ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে চাষীরা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে মৎস্য চাষী ও খামারিরা। যা জেলার বাইরে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে রোববার (২৪ জুলাই) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে এতথ্য জানানো হয়। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালী, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও মাছের পোনা অবমুক্ত করনসহ নানা কর্মসুচির আয়োজন করা হয়।

মৎস্য সপ্তাহ উলক্ষ্যে সকাল ১০ সদর উপজেলা পরিষদের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েমন অব বাংলাদেশ (সেব) খুলনা বিভাগীয় সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারি মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান, চিংড়ী রপ্তানিকারক প্রতিষ্ঠান এসিআই প্রসেসিং প্লান্ট’র জেনারেল ম্যানেজার মোঃ সৈয়েব মাহমুদ, সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আবদুর রব প্রমুখ।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের ৫ জন মৎস্যচাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর সাতক্ষীরা শহরের পৌর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে মৎস্য চাষী ও খামারিরা।

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে সহযোগীতা এবং চিংড়ীতে অপদ্রব্য ব্যবহার প্রতিরোধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ১৮৬৩ কেজি চিংড়ী বিনষ্টসহ আইনি ব্যবস্থা গ্রহন করেছে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর। মানবদেহে আমিষের চাহিদা পুরনে জাতীয়ভাবে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এ জেলা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!