সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে পৌর সভার ৯টি ওয়ার্ডে ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ও সদর উপজেলার ৪২ ওয়ার্ডে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৬৪ হাজার ২৫ জন শিশুকে ১৩ কর্মদিবসের মধ্যে এই করোনা টিকা দেয়া হবে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা সাতক্ষীরার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশান মেডিকেল অফিসার ডাঃ আমানত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলায় মঙ্গলবার সকালে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। যা ১৩ কর্মদিবস পর্যন্ত চলবে। তিনি আরো জানান, যেহেতু ঢাকাতে আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে, এ জন্য সাতক্ষীরায় কোন আনুষ্ঠানিকতা ছাড়াই এই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড