সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আসাদুল ইসলাম মোড়ল অবশেষে মারা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এনিয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকার পেট্রোল পাম্পের কাছে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহতের সংখ্যা দাড়ালো দুই’য়ে। এরআগে মোটরসাইকেল চালক ইমরান হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আসাদুল ইসলাম মোড়ল (৩৫) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচপোতা গ্রামের আনিছুর রহমান মোড়লের ছেলে। নিহত মোটরসাইকেল চালক ইমরান হোসেন (২৫) একই গ্রামের মোঃ আব্দুল লতিফ গাজীর ছেলে।
প্রসঙ্গত, ইমরান হোসেন ও আসাদুল ইসলাম মোড়ল মোটরসাইকেলে পাটকেলঘাটা থেকে বিনেরপোতার দিকে আসছিল। পথিমধ্যে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকার পেট্রোল পাম্পের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় চালক ইমরান হোসেন। গুরুতর আহত হয় আরোহী আসাদুল ইসলাম। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আসাদুল মারা যায়। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহেদ মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনতার সহায়তায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়েছে।
খুলনা গেজেট/এআইএন