সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া কিশোর আলী শেখের জামিন না’মঞ্জুর করে তাকে যশোরের পুলেরহাট সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক শেখ মোস্তাফিজুর রহমান আসামীপক্ষের জামিন আবেদন শুনানী শেষে এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের এক ইজিবাইক চালকের মেয়ে (৮) ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে খাবার দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে খুন করার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে একই গ্রামের প্রবাসী বাবলু শেখের ছেলে আলী শেখ (১৫)। মেয়ে বাড়িতে আসার সময় তার হাঁটা চলা অস্বাভাবিক মনে হওয়ায় জিজ্ঞাসা করতেই সে বাবা ও মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। মেয়েটিকে বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রাতেই শিশুটির বাবা বাদি হয়ে আলী শেখের নাম উল্লেখ করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
এদিকে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আলী শেখকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। শনিবার বিকালে আলীকে আদালতে পাঠানো হলে সংশ্লিষ্ট আদালত বন্ধ থাকায় তাকে থানায় ফেরৎ পাঠানো হয়। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন। একপর্যায়ে বিচারক শেখ মফিজুর রহমান তার জামিন আবেদন না’মঞ্জুর করে তাকে যশোরের পুলেরহাট কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা গেজেট/এনএম