খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরায় সাংবাদিকসহ বৃদ্ধ মাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে  কথা কাটাকাটির জেরে সাংবাদিক পলাশ দেবনাথ (৪০) ও তার মা জবা রানী দেবনাথ (৬৪) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামে এ ঘটনাট ঘটে। এঘটনায় পুলিশ বাবলু নামে একজনকে গ্রেফতার করেছে।

আহত পলাশ দেবনাথ বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কাফেলা পত্রিকার নূরনগর প্রতিনিধি।

পলাশের ভাই শিমুল দেবনাথ জানান, সম্প্রতি তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। শনিবার রাত দশটার দিকে বাবলুসহ কয়েকজন তাদের বাসার সামনে আড্ডায় লিপ্ত ছিল। এসময় তার মা জবা রানী বাবলুকে ডেকে বাসায় সম্প্রতি ঘটে যাওয়ার চুরির বিষয়টি জানিয়ে সেখান থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাবলু তর্কে জড়িয়ে লোকজন নিয়ে তার মা ও ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার মা আর ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে পরিস্থিতির অবনহিত হওয়ায় পলাশকে রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এঘটনায় তিনি বাদি হয়ে তাদের প্রতিবেশী আব্দুল গফ্ফার মোল্যার ছেলে বাবলুসহ তার দু’ভাই ফজলু ও লাভলুকে আসামী করে মামলা করেছেন।

গ্রেপ্তার বাবলুর ভাই লাভলু হামলার কথা স্বীকার করে বলেন, গালিগালাজের কারনে পলাশ ও তার মায়ের উপর সামান্য হামলা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই খবর পেয়ে হামলার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর  অভিুযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!