করোনা সংক্রমণ রোধ ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সাতক্ষীরা শহরের জনবহুল সুলতানপুর বড় বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী ভাবে এই কাঁচা বাজারটি স্থানান্তর করা হয়।
করোনা সংক্রমণ রোধ ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে প্রশাসনের নির্দেশে খুচরা কাঁচামাল বিক্রেতাদেরকে স্থানীয় পিএন স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়েছে। এখন থেকে সুলতানপুর বড় বাজারে শুধুমাত্র পাইকারী ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকবেন। খুচরা বিক্রেতারা এখান থেকে মালামাল কিনে নিয়ে নির্ধারিত পিএন স্কুল এন্ড কলেজ মাঠে বিক্রি করবেন। একই সাথে পাইকারি ও খুচরা ক্রেতা বিক্রেতাদেরকে বাজারে অবস্থানকালে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।
এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শুক্রবার সকালে পিএন স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, পৌর কাউন্সিলর ফিরোজ হোসেন, সুলতানপুর কাঁচাপাকা মাল ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ তুহিন, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
খুলনা গেজেট/ এস আই