সাতক্ষীরা পৌরসভা এলাকায় র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই অভিযানে এয়ার গান সদৃশ্য দুটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-৬।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার মধ্য কাটিয়া এলাকায় টহল চলাকালীন সময়ে কাটিয়া ১নং ওয়ার্ডের আজগর কন্ট্রাক্টর নামক গলিতে অভিযান চালায় র্যাব।
এ সময় সেখান থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুইটি এয়ার গান সদৃশ্য পিস্তল পাওয়া যায়। যার একটি বাট কাঠের এবং অন্যটি ওয়ান শুটার গ্যান।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এছাড়া জব্দ করা অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ