সাতক্ষীরায় আব্দুল হামিদ খাঁন নামের যুদ্ধাপরাধ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধ মামলার আসামি আব্দুল হামিদ খাঁন (৭৯) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের মৃত নেসারুদ্দিন খাঁনের ছেলে।
পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) এর দিক নির্দেশনায় রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিগঞ্জ থানা এলাকার পূর্ব নলতা গ্রাম হতে যুদ্ধপরাধ মামলা আইসিটি বিডি কেস নং-০১/২০২২ এর দীর্ঘদিন যাবৎ পলাতক গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি আব্দুল হামিদ খাঁনকে (৭৯) গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের একটি চৌকশ দল তাকে গ্রেপ্তার পূর্বক হেফাজতে নেয়। এ সংক্রান্তে পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরায় যুদ্ধপরাধ মামলার অন্যতম আসামি আব্দুল হামিদ খাঁনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এরকম স্পর্শকাতর মামলার আসামি গ্রেপ্তার জেলা পুলিশ সাতক্ষীরার একটি উল্লেখযোগ্য অর্জন। এছাড়াও অন্যান্য যে কোন অপরাধীকে গ্রেপ্তার করার জন্য জেলা পুলিশ সর্বদা সতর্ক আছে।
খুলনা গেজেট / আ হ আ