খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দুর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা

সাতক্ষীরায় মাদক মামলার আসামীকে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার মাদক মামলার এক আসামীর ৬ মাসের সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে ওই রায় ঘোষণা করা হয়।

মুক্তিপ্রাপ্ত আসামীর নাম মোশারাফ হোসেন (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পুলিশের এক অভিযানে ৫০ গ্রাম গাঁজা (মাদকদ্রব্য)সহ গ্রেপ্তার হয় মোশারাফ হোসেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষী-প্রমান শেষে অপরাধ প্রমানিত হওয়ায় বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার আসামী মোশারাফ হোসেনকে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। তবে, উক্ত অপরাধ আসামীর জীবনের প্রথম অপরাধ এবং তার মা, স্ত্রী ও কন্যা সন্তানের কথা বিবেচনা করে তাকে দাগী আসামীদের সাথে জেল হাজতে না রেখে নিজ বাড়িতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন বিচারক ইয়াসমিন নাহার। কিছু শর্ত সাপেক্ষে স্থগিত করা হয় তার ৬ মাসের সাজা।

শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে, নিজের মাকে দেখাশুনা করা, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এবং বাল্য বিয়ে না দেয়া, মানুষের মাঝে মাদক বিরোধী প্রচারণা চালানো এবং নিজ এলাকায় রাস্তার পাশে কমপক্ষে ২০টি তাল গাছের চারা রোপন করা। এসব শর্ত ভঙ্গ করলে স্থগিত হওয়া সাজা আবারো ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। তবে শর্তগুলো যথাযথভাবে আসামী পালন করছে কিনা সে ব্যাপারে দেখভাল করার জন্য জেলা সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে অগ্রগতির বিষয়ে ৩ মাস অন্তর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রবেশন অফিসারের দেয়া প্রতিবেদন আদালতের নিকট সন্তোষজনক হলে আসামী মোশারাফ হোসেনকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ জানান, যদি কোন ব্যক্তি নিজের অজান্তে সঙ্গোদোষে কোন অপরাধে জড়িয়ে পড়ে, আর সেটি যদি তার জীবনের প্রথম অপরাধ হয় এবং সে যদি তার অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে প্রবেশন আইনে তার সাজা স্থগীত করে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, সম্প্রতি সাতক্ষীরার বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলায় প্রবেশন আইনের অধীনে আসামীর সাজা স্থগীত করে শর্ত সাপেক্ষে পারিবারিক পরিবেশে থেকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!