খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

সাতক্ষীরায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে দু’জন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিষক্রিয়ায় এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ নভেম্বর) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীর প্রাক্তন স্ত্রীসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

মৃত ব্যবসায়ীর নাম মোঃ রবিউল ইসলাম (৪৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে অবগত হয়ে পুলিশ জানতে পারে যে, বিষক্রিয়ায় এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে এবং রাত থেকে মৃত ব্যক্তির লাশ গ্রহণ করতে কেউ আসছে না। বিষয়টি জানার পর তদন্তে নামে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মৃতের পকেট থেকে পাওয়া একটি কাবিননামা থেকে তার পরিচয় নিশ্চিত করা যায়। রাতে মৃতের ভাইরা ভাই মশিয়ার রহমান (৩৭) ও সোমবার ভোরে প্রাক্তন স্ত্রী ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য সদর থানায় নেয়া হয়েছে। মশিউর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিহং গ্রামের সিরাজুল ইসলাম সরদারের ছেলে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ওয়াহেদুজ্জামান জানান, হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার রাতে রবিউল নামের এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় তার মুখে সাদা সাদা ফেনা ওঠা ছিল। পরে তাকে ইসিজি পরীক্ষার মাধ্যমে চেক করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু ঘটেছে। বিষক্রিয়া অথবা ভিন্ন কোন কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি ।

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার বলেন, রোববার রাতে মশিউর রহমান নামের এক ব্যক্তি বুকে ব্যথার কথা বলে রবিউল ইসলামকে ক্লিনিকে ভর্তি করে। কিন্তু লোকটির আচরণ রহস্যজনক ছিল। হার্ট ফাউন্ডেশনের ডিউটি ডাক্তার শরিফুল ইসলাম সোহেল রোগীকে দেখে বলেন তার অবস্থা আশংকাজনক। তখন রবিউলকে সদর হাসতাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ওই মৃত ব্যক্তির মরদেহ সদর হাসপাতালেই দিয়ে আসা হয় এবং তাকে নিয়ে আসা মশিয়ার রহমানকে সদর থানা পুলিশে দেয়া হয়।

এদিকে ওই ব্যবসায়ীর লাশ সকাল থেকে কেউ নিতে আসেনি। সোমবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সহায়ক সিনিয়র ব্রাদার ওয়াহেদ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!