সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩০ জন নেতা কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, যুবদলের যুগ্ম আহবায়ক, তালা থানা শিবিরের সাধারণ সম্পাদকসহ একাধিক ইউনিয়ন পর্যায়ের পদধারী শীর্ষ নেতা রয়েছেন।
বৃহস্পবিার (২ নভেম্বর) রাত থেকে শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এর মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২ জন, কলারোয়া থানা থেকে ৩ জন, পাটকেলঘাটা থানা থেকে ২জন, তালা থানা থেকে ২ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৩ জন ও শ্যামনগর থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ১৩ জন ও জামায়াতের ১৭ জন নেতা-কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদর উপজেলার বয়ারবাতান গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম বাবু, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহমুদপুর গ্রামের মোঃ হারুন মোড়লের ছেলে মাওলানা মোঃ শফিকুল ইসলাম (৫৮), তালা উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তালার জিয়ালা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৩) প্রমুখ।
খুলনা গেজেট/কেডি