খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরুসাতক্ষীরায় শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান । বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২টায় সদর খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ রিয়াদ কামাল রনি, সদর টিসিএফ জাকির হোসেন, ওসিএলএসডি আমিনুর রহমান, জেলা রাইসমিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর সরদার প্রমূখ ।

উদ্বোধনকালে জানানো হয়, এ বছর জেলায় কৃষকদের কাছ থেকে ৬ হাজার ১৯২ মেট্রিকটন ধান ও মিলারদের থেকে ১৭ হাজার ৮০১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। এর মধ্যে সদর উপজেলা খাদ্য গুদামে ৯ হাজার ২০৯ মেট্রিকটন চাল ও এক হাজার ৮১৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। সরকার প্রতি কেজি ধান ৩০ টাকা ও চাল ৪৪ টাকা দরে ক্রয় করবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!