খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরায় দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

দূরপাল্লার গণ পরিবহন চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সাতক্ষীরায় স্বাস্থ্য বিধি মেনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবহন সংশ্লিষ্টরা। শুক্রবার ঈদের নামাজের পর বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখা যৌথভাবে শহরের পশু হাসপাতালের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এ সময় পরিবহন মালিক সমিতি সাতক্ষীরার সভাপতি একে ট্রাভেলের এমডি তাহমিদ সাহেদ চয়নের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন কেন্দ্রীয় বাসটার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, এসপি গোল্ডেন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কার বায়রন, হানিফ পরিবহনের ম্যানেজার সরদার মুকুল, কেন্দ্রীয় বাসটার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবিসহ বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত লকডাউনের কারণে দীর্ঘদিন বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরার ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। পবিত্র ঈদুল ফিতরের দিনে অনেক শ্রমিকের বাড়িতে চুলা জ্বলেনি। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়াননি। বক্তারা এসময় সরকারের পক্ষ থেকে প্রণোদনা ও মটর শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান।

এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালুর পাশাপাশি শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং শ্রমিকদের জন্য ১০ টাকায় চাল বিক্রির ব্যবস্থা করার দাবি জানানো হয়। বক্তারা অবিলম্বে বাস-মিনিবাস চালু ও সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য সরকারে কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে পরিবহন মেনেজার স্টাফ এসোসিয়েশনের সভাপতি সরদার আব্দুল আজীজ, সেক্রেটারি কাজল মাহমুদ (বাকি), জয়েন্ট সেক্রেটারি সরদার মুকুল, অজয় কুমার, শহিদুল ইসলাম (দুলাল), মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মকছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, শেখ মশিয়ার রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম শফি, শ্রমিকনেতা মিরাজুল ইসলাম মিরাজ, সবুজ, সম্রাট, মিলন, সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!