খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

সাতক্ষীরায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেল ১৭ হাজার পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি

‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০ উপলক্ষে ১৭ হাজার পাঁচটি দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এসব বাসগৃহ উদ্বোধন করেন।

এ সময় ভিডিও কনফারেন্সে সাতক্ষীরা প্রান্তে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোঃ আব্দুল বাছেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল­াহ আল-মামুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক প্রমূখ।

এসময় জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!