খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় সম্প্রসারিত হচ্ছে পান চাষ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে পান চাষ। চাহিদা বৃদ্ধির সাথে দাম বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষ শুরু করেছেন সাতক্ষীরার কৃষক। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় আবাদ বাড়ছে এ অঞ্চলে। চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৬০০ বিঘা জমিতে পান চাষ হয়েছে, যা গত মৌসুমের তুলনায় ৩০০ বিঘা বেশি বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলার কৃষি কর্মকর্তারা বলেন, অর্থকরী ফসল হিসেবে সাতক্ষীরায় পান চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। বর্তমানে বাজারে পানের দাম বেশি হওয়ায় অনেক কৃষক তাদের ফেলে রাখা পতিতত জমিতে পান চাষ শুরু করেছেন। তেমন কোন রোগ বালাই না থাকায় এই অর্থকরী ফসলটির উৎপাদনও হচ্ছে ভাল। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে সাতক্ষীরার পান।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের রঞ্জন মন্ডল জানান, সাত-আট বছর ধরে পান চাষ করছেন তিনি। চলতি মৌসুমে তিন বিঘা জমিতে পান চাষ করেছেন। পান চাষে খরচ বেশি হলেও অত্যন্ত লাভজনক ফসল। গত বছর একই পরিমাণ জমিতে পান উৎপাদন করে ৩ লাখ টাকার ওপর লাভ হয় তার। বরজ বা বাগান পরিচর্যা, পানের ডগা রোপণ, খৈল-সার, সেচ বাবদ তিন বিঘা জমিতে পান চাষে তার খরচ হয়েছিল ৩ লাখ ২০ হাজার টাকা। উৎপাদিত পান বিক্রি হয়েছে ৬ লাখ ৬০ হাজার টাকায়। এতে তার ৩ লাখ ৪০ হাজার টাকা লাভ হয়।
তিনি আরো জানান, চলতি মৌসুমে খরচ গত বছরের তুলনায় আরো বেশি হতে পারে। কারণ খৈল ও সারের দাম বেড়েছে। চলতি মৌসুমে ৪ লাখ টাকার মতো উৎপাদন খরচ লাগতে পারে। তবে বর্তমান তার বরজে যে পরিমাণ পান দেখা যাচ্ছে তাতে ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন তিনি। এরই মধ্যে প্রায় ৩ লাখ টাকার পান বিক্রি হয়েছে।

কৃষক রঞ্জন মন্ডল জানান, এর আগে তিনি ধান, পাট ও সবজিসহ অন্যান্য ফসল উৎপাদন করতেন। কিন্তু তাতে উৎপাদন খরচের তুলনায় তেমন লাভ হতো না। তাই উপসহকারী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কয়েক বছর ধরে পান চাষ করছেন। বছরে সব ধরনের খরচ উঠিয়েও ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা লাভ হয়।

একই গ্রামের পানচাষী তারাময়ী রানী জানান, কৃষক রঞ্জন মন্ডলের দেখাদেখি চার বছর ধরে দেড় বিঘা জমিতে পান চাষ করেন তিনি। এতে উৎপাদন খরচ উঠিয়েও বছরে তার ১ লাখ ২০ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা লাভ হয়। তার উৎপাদিত পান সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে বিক্রি করেন। বর্তমানে প্রতি হাজার পান পাইকারি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকা দামে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, পান একটি অর্থকরী ফসল। তবে অন্য ফসলের তুলনায় এটির উৎপাদন খরচটা বেশি হয়। তার পরও পরিকল্পিতভাবে চাষ করতে পারলে খুবই লাভজনক। তাছাড়া দেশের বাজারে যেমন চাহিদা, তেমনি বিদেশেও বাংলাদেশী পানের চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে বছরে উল্লেযোগ্য পরিমাণ পান রফতানিও হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!