খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সাতক্ষীরায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে দরিদ্র কৃষকের দশ কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকের নেতৃত্বে শহরের বাইপাসসহ এলাকায় দরিদ্র কৃষক মেহেদী হাসানের ১০ কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতা কর্মীরা।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক জানান, বাঙালির মহান মুক্তি সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এ দেশের কৃষক ও ছাত্রসমাজ অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রুমুক্ত করেছিল। ভাষা, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু থেকে দেশরত্নের যে নিরন্তর সংগ্রাম তাতে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে এ দেশের কৃষক ও ছাত্রসমাজ।

চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগ পরিবারকে নিরলস ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

তিনি বলেন, অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে। কৃষক মেহেদী হাসানের ক্ষেতের ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে মঙ্গলবার সকালে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে ছুটে যান। আমার নেতৃত্বে পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগ নেতা খলিল আরাফাত, শাহরিয়ার আদনান, শাকিল আহসান, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক নাইসসহ ১০ জন নেতাকর্মী কৃষক রবিউলের দুই বিঘা জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়।

ছাত্রলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক মেহেদী হাসান অনেকটাই আবেগাপ্লুত হয়ে বলেন, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। এছাড়াও এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগ নেতা আশিক ভাই আরও নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার ক্ষেতের ধান কেটে দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা মনে রাখার মত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!