খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় করোনা সচেতনতায় তরুণদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বৈশ্বিক মহামারী করোনা সচেতনতায় তরুণদের ভূমিকা র্শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজ করে।

মতবিনিময় সভায় আমরা বন্ধুর সিনিয়র সদস্য ডা. সুব্রত ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ইউএনও দেবাশীষ চৌধুরী, স্ট্যান্ডফোড ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক আফসার আহমেদ।

বারসিক কর্মকর্তা গাজী আসাদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, স্বপ্নসিঁড়ি সংগঠনের আবদুল্লাহ আল মামুন, আমরা বন্ধুর আজমল হোসেন, ফাহাদ হোসেন, সাকিব হোসেন, মুসফিকুর রহমান, মাহিদা মিজান, বন্ধুসভার প্রতিনিধি গোলাম হোসেন, ভিভিডির হোসেন আলী, সিডিওর আবু সাঈদ, প্রথম প্রহরের তারিকুল ইসলাম, হিউম্যানিটি ফাস্টের শাহিন বিল্লাহ, সেভদাট্যুমোরোর মুজাহিদ ইসলাম, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের এসএম বেলাল প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় সাতক্ষীরা সদরে কাজ করা ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময়, বক্তারা বলেন, করোনা সচেতনতায় তরুণদের জাগরণ দরকার। কাজ করতে গেলে অনেক সমস্যা আসবে তাই বলে পিছিয়ে গেলে হবে না। কাজ কে জয় করতে হবে। শহরের নিম্ন ও মধ্যবৃত্তদের সচেতনতাসহ তাদের পাশে তরুণদেরই আগে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সমাজের সমস্যা গুলো খুঁজে বের করে তার সমাধান তরুণদেরই করতে হবে।

স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, ফ্রন্ট লাইনের করোনা যোদ্ধা হিসেবে আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক। আমরা ঝুঁকি নিয়ে কাজ করি অথচ আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। আমরা একত্রিত হয়ে তৃণমূল থেকে কাজ করতে হবে। সবাইকে বেশি বেশি সচেতন করতে হবে। আমরা নিজেরা, নিজেদের পরিবার ও আশাপাশে সকলকে সচেতন করতে সচেষ্ট হবে। আমরাই পারি করোনা সচেতনতাই মূল ভূমিকা রাখতে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!