আগামী ১ জানুয়ারি ২০২২ শনিবার থেকে এ্যাষ্ট্রা জেনেকার টিকা দিয়েই করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ শুরু হবে সাতক্ষীরায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন সাফায়াত।
তিনি বলেন, যাদের দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে এবং ৬ মাস অতিক্রান্ত করেছেন তাদের মধ্যে সম্মুখ সারির যোদ্ধারা বুস্টার ডোজ প্রথম পাবেন। সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, জেলা জজ শীপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও পৌরসভার কাজে নিয়োজিত এবং সিনিয়র সিটিজেন ৬০ বছরের ব্যক্তিরা। তবে প্রাথমিক পর্যায়ে কতজন এই বুস্টার ডোজ পাবে সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তিনি সকলের অবগতির জন্য জানান, আগে থেকে নিবন্ধন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস দেওয়া হবে। এসএমএস ছাড়া কাউকে এই ডোজ দেওয়া হবেনা। যারা এসএমএস পাবে তারাই শুধু এই ডোজ নিতে পারবেন। তাছাড়া এসএমএস পাওয়ার পর নতুন করে টিকা কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য যে,স্বাস্থ্য অধিদপ্তর গত মঙ্গলবার থেকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ট্রায়াল রান ও বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা শেষে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বুস্টার টিকার ডোজ প্রয়োগ। এরই ধারাবাহিকতায় আগামী ১ জানুয়ারি শনিবার থেকে সাতক্ষীরায় এ্যাষ্ট্রা জেনেকার টিকা দিয়েই করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ শুরু হবে।