বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। সাতক্ষীরা জেলায় ৪৬ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৬ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
গত ১৯ জুন থেকে এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও সিলেট বিভাগসহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে বানভাসি মানুষদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৬ টি কেন্দ্রে দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ২৬ হাজার ৪৮৭জন জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে এসএসসিতে ২৭টি কেন্দ্রে ১৯ হাজার ৩৯৮জন শিক্ষার্থী, দাখিলে ১২টি কেন্দ্রে ৬ হাজার ৭৮জন শিক্ষার্থী এবং এসএসসি ভকেশনালে ১ হাজার ৪৩১জন শিক্ষার্থী রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন এসএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে।