খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় উপকারভোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সংলাপ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সংখ্যালঘুদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ্যাডভোকেসী প্রকল্পের আওতায় উপকারভোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে মাইনরিটি রাইটস গ্রুপ ইউরোপ ও নোরাদল্যান্ড এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় দৃষ্টিনন্দন দারিদ্র কল্যাণ ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে মাস্টার জামির হোসেনের সভাপতিত্বে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মুন্সিগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, প্রভাষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আকবর আলী, সাংবাদিক বিলাল হোসেন, মাসুম বিল্যাহ সহ দৃষ্টিনন্দন দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃষ্টিনন্দন দারিদ্রকল্যাণ ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম সরদার।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!