খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাতক্ষীরায় উপ-নির্বাচন মঙ্গলবার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার জেলা পরিষদের একটি সাধারণ সদস্য পদে ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৃথক তিনটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে উপ নির্বাচনে আগামীকাল(২০ অক্টোবর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৃথক ৫টি পদে মোট ১৩টি কেন্দ্রে উপ-নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

জেলা ও উপজেলা নির্বাচন অফিস সূত্র থেকে জানা গেছে, ২০ অক্টোবর অনুষ্ঠিত উপ-নির্বাচনে জেলা পরিষদের একটি সাধারণ সদস্য পদে ৪ জন, ইউনিয়ন পরিষদের একটি চেয়ারম্যান পদে ৩ জন ও তিনটি সাধারণ সদস্য পদের জন্য মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর জানান, সাতক্ষীরার জেলা পরিষদের ৯নং ওয়ার্ড (শ্যামনগর সদর, ভুরুলিয়া ইউপি, নূরনগর ইউপি, কৈখালী ও রমজাননগর ইউপি) সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন, মলি­ক ফজলুল হক, মাহবুব এলাহী, আজিজুর রহমান সোহাগ ও মাকসুদুর রহমান। শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের এই ৯নং ওয়ার্ড গঠিত। জেলা পরিষদের এই সাধারণ সদস্য নির্বাচনে উলে­খিত ৫টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্য মোট ৬৫ জন ভোট প্রদান করবেন।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কলারোয় উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, মোঃ নেছার আলী, আব্দুর রউফ ও স,ম মোরশেদ আলী। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ৮৭৬১ ও মহিলা ৮৬৮৪ জন। কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি।

সদর উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলাম জানান, সাধারণ সদস্য পদে সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ বজলুর রহমান ও মোঃ আহসান উদ্দীন নামে ২জন ও ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নিরঞ্জন ঘোষ, মোঃ হাসানুজ্জামান, মোঃ জিয়াউর রহমান, মোঃ আব্দুল হাকিম, মোঃ অজিহার রহমান ও মিলন দাস নামে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এদিকে, শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, শ্যামনগর উপজেলার ৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আলমগীর হোসেন ও নজরুল ইসলাম নামে ২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, গত ৪ অক্টোবর উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শেষে উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!