যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে আসা ভারত ফেরত করোনা রোগী মিলন হোসেন ও শেফালী রানী সরদারকে ফের পুলিশ প্রহরায় যশোরে নেওয়া হচ্ছে। সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে তাদেরকে যশোরে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, গত ২৩ এপ্রিল ভারত থেকে বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশের পর করোনা পজেটিভ হওয়ায় শেফালী রানীসহ ১০ জন কোভিড রোগীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল হাসপাতাল থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসেন মিলন হোসেন ও শেফালী রানী সরদার। খবর পেয়ে সোমবার সকালেই কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নির্দেশে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার ও দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিম শেফালী রানী সরদারের বাড়ি লকডাউন করে দেন।
পালিয়ে আসা করোনা রোগিরা হলো সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের জামাল হোসেনের ছেলে মিলন হোসেন (৩২) ও কালিগঞ্জ উপজেলার সোনতলা গ্রামের মনতোষ সর্দারের স্ত্রী শেফালী রাণী (৪০)।
সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে জানা যায়, দুই জন করোনা রোগী যশোর হাসপাতাল থেকে পালিয়ে সাতক্ষীরা এসেছে। এই দুইজনকে আবার আটক করে যশোরে ফেরত পাঠানো হচ্ছে। কোন এলাকায় এ জাতীয় করোনা রোগী থাকলে জেলা পুলিশকে জানানোর আহবান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশের ফেসবুক পেজে সোমবার (২৬ এপ্রিল) এই আহবান জানানো হয়।