সাতক্ষীরার দেবহাটায় চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে দেবহাটা উপজেলার সখিপুর মহিলা কলেজের সামনে থেকে চুরি যাওয়ার পর দুপুর সাড়ে ১২ টার দিকে পারুলিয়া হাইস্কুলের সামনে থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে চোরকে।
আটক মোটর সাইকেল চোরের নাম আবু বক্কর গাজী (৪৬)। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়ীখালী খালপাড়া এলাকার আরশাদ গাজীর ছেলে।
পুলিশ জানায়, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের সাবুর আলীর ছেলে মোশাররফ হোসেনের সখিপুর মহিলা কলেজের সামনে একটি দোকান আছে। প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার সকালে তিনি দোকানের পাশে তার এ্যাপাচি (আরটিআর) ১৬০ সিসির মোটর সাইকেলটি রেখে দোকানদারী করছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে তার মোটর সাইকেলটি চুরি হলে তিনি দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তী দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নির্দেশনায় ওসি (তদন্ত) তুহিনুজ্জামানের নেতৃত্বে এসআই শফিকুল রহমান দ্রুত অভিযান পরিচালনাকালে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পারুলিয়া হাইস্কুলের সামনে থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। এসময় আটক করতে সক্ষম হন মটরসাইকেল চোর আবু বক্কর গাজীকে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, মোটরসাইকেল চোরের একটি সংঘবদ্ধ দল আছে। আটককৃতের সাথে আর কারা কারা জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। আটককৃতের বিরুদ্ধে ইতিপূর্বেও অনেক চুরির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএ