সাতক্ষীরায় অভিযান চালিয়ে হত্যা, অপহরণ ও হত্যার উদ্দেশ্যে মারপিট সহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জেলার শ্যামনগর থানার জয়নগর গ্রামে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ভোরে আসামিকে গ্রেপ্তার করে র্যাব ৬ এর একটি দল।
গ্রেপ্তারকৃত আসামি মো. ইউসুফ আলী পাড় জয়নগর গ্রামের মরহুম শেহের আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গতবছর ১২ নভেম্বর উক্ত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। ওই আসামি তার ভগ্নিপতি (দুলা ভাই) কে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এছাড়াও গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে খুন, অপহরণ সহ ৩ টি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/জেএম