গণঅভ্যুত্থানের প্রেরণায় দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন- সাতক্ষীরার স্থানীয় বিশ্বজিৎ দত্ত (খুবি), মো. ওয়াহিদ উজ্জামান (ঢাবি), আকরাম হোসাইন রাজ (ঢাবি), আশরেফা খাতুন (ঢাবি), আবু বকর খান (জবি), ফারহানা ফারিনা (জাবি), মুইনুল ইসলাম (ঢাকা কলেজ), তৌহিদ ইসলাম শুভ (এন.ইউ.বি), মো. বাবু খান (ডি. আই. ইউ) ও জান্নাত (বদরুন্নেসা কলেজ)।
এছাড়া সাতক্ষীরার স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন- মীর জাভেদ জিতু (জা.বি.), আশফাক উল সিমান্ত (ইউএপি), মো. মিকাইল ইসলাম চঞ্চল (ঢা.বি) ও মো. মাসুদুজ্জামান (ঢা.বি)।
আয়োজকদের পক্ষ থেকে সাতক্ষীরার সকল শ্রেণী-পেশার মানুষকে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার আহবান জানানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম