খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

সাতক্ষীরায় এক কোটি ৩৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্তর বাজার এলাকা থেকে এই স্বর্ণসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকা।

আটক স্বর্ণ চোরচালানীর নাম মোঃ রাশেদুল ইসলাম (২৪)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ আনিছ জামান এর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, শনিবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ৬ হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালচত্তর বাজার এলাকা কৌশলে অবস্থান নেয়।

এসময় সকাল ৮টার দিকে চোরাকারবারী মোঃ রাশেদুল ইসলাম একটি ভ্যানযোগে সীমান্তের দিকে গমনকালে বিজিবির আভিযানিকদল উল্লেখিত স্থান হতে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছোট বড় ৬টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বার গুলোর ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকা।

সূত্র আরও জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় স্বর্ণ উদ্ধারের এই অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!