খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় শহরের অদূরে বাঁকাল এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করে।

মানববন্ধনে মেডিকেল কলেজের সামনের দোকানি আজিজুল ইসলাম বাবু বলেন, অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার আখড়ায় পরিণত হয়েছে সামেক হাসপাতাল। এখানে রোগীরা চিকিৎসা পায় না, ঔষধ পায় না। অন্যদিকে প্রায়শই দেখা যায় ইন্টার্ন ডাক্তার ও নার্সরা মেডিকেলের স্টোর থেকে ওষুধ বের করে বাইরে বিক্রি করছে। অথচ সাধারণ মানুষ একটা পাঁচ টাকার সিরিঞ্জ পায় না। হাসপাতালের বাথরুমগুলো খুবই অপরিষ্কার। মেডিকেলে সরবরাহ করা টয়লেট ক্লিনার ও ঝাড়ু আউটসোর্সিং এর কর্মীরা বাইরে এনে বিক্রি করে দেয়। বারবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব বিষয়গুলো উঠে আসলেও এর কোন প্রতিকার হয় না। আমরা আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে চাই।

মানববন্ধনে অংশগ্রহণকারী আলাউদ্দিন গাজী বলেন, প্রতিনিয়ত মেডিকেল কলেজ থেকে ঔষুধ বাইরে বিক্রি করে মেডিকেলের স্টাফ ও নার্স। হাসপাতালে ভর্তি রোগীদের ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। ফলে সাধারণ জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এর প্রতিকার চাই।

ভুক্তভোগী মনজুয়ারা জানান, আমার নাতিকে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে মেডিকেলের ৬ তলায় শিশু ওয়ার্ডে রেফার করা হলে সেখানে বাচ্চাকে নিয়ে যাই। মুমূর্ষ অবস্থায় ভর্তি করার পরও স্টাফ ও নার্সরা সেবা না দিয়ে গল্প করতে থাকে। আমি তাদেরকে বাচ্চাটার দিকে খেয়াল করার জন্য অনুরোধ করলে তারা আমাকে বকাঝকা করে। এ সময় তাদের সাথে দুইজন আনসার সদস্য যোগ দেয়। এক পর্যায়ে আমাদের হাসপাতাল থেকে বের করে দেয় তারা। এ সময় আমিও আর আমার মেয়ে আহত হই।

অন্য এক ভুক্তভোগী রায়হান জানান, আমার বাচ্চাকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কিন্তু ভালোভাবে চিকিৎসা না করে পর দিনেই তাকে রিলিজ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমি রিলিজ না নিলে নার্সরা আমার সাথে, আমার স্ত্রী ও আত্মীয়-স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে। প্রত্যেকের সাথে এরকম আচরণ করছে তারা।

বক্তারা হাসপাতালের অনিয় ও দুর্নীতি বন্ধ করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে হাসপাতালে ভর্তি রোগীরা যাতে তাদের প্রয়োজনীয় ওষুধ পায় এবং কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানেন তারা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!