খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আর নেই

সাতক্ষীরা প্রতিনিধি

গরীবের ডাক্তার নামে পরিচিত সবার প্রিয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম তত্ত্ববধায়ক এবং নলতা ম্যাটস্ এর অধ্যক্ষ পরিচালক ডা. শেখ শাহজাহান আলী (৬০) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান রেখে গেছেন।

সাতক্ষীরা শহরের ইটাগাছায় বাড়ি হলেও তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া, কালিগঞ্জসহ বিভিন্ন স্থানে অসহায়, গরীব, দুস্থদের সেবা দিয়ে কুড়িয়েছেন মানুষের ভালোবাসা। সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগকে তিনি ঢেলে সাজাতে চেয়েছিলেন। স্বাস্থ্য সেবাকে জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে তিনি কাজ করেছেন নিবেদিত প্রাণ হিসেবে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ছাত্রমৈত্রী নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন।

ডা. শেখ শাহজাহান আলী প্রথমে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে করোনা আক্রান্ত হন। সাতক্ষীরা জেলা বিএমএ’র পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ছাত্রমৈত্রী নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আমৃত্যু শুভানুধ্যায়ী ডা. শাহজাহানের মৃত্যুতে গভীর ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য সাবীর হোসেন, আবেদুর রহমান, ময়নুল হাসান, স্বপন কুমার শীল, অজিত কুমার রাজবংশী, জেলা সদস্য আব্দুল জলিল মোড়ল, রফিকুল ইসলাম, আব্দুর রউফ, নাসরীন খানম লিপি, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, শিবপদ গাইন প্রমূখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!