করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম রাবেয়া বেগম (৭৫)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মন্ডল বলেন, গত ২৪ সেপ্টেম্বর জ্বর, কাশি, গলাব্যথা ও মাথাব্যথা নিয়ে রাবেয়া বেগমকে হাসপাতালে নেওয়া হয়। তাঁকে ভর্তি করে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা শুরু করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। শনিবার ভোর পাঁচটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার খুমেক হাসপতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তার রির্পোট পাওয়া য়ায়নি। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার শুধুমাত্র এই হাসপাতালে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ দেখা গেছে।
খুলনা গেজেট/কেএম