সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী কোর্ট বসিয়ে জেল জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, পৌর মেয়রকে অপসারণের ষড়যন্ত্র ও নিয়ম নিয়মবহির্ভুতভাবে ছুটি কাটানোর অভিযোগের প্রেক্ষিতে আগামী ৩০ মে তদন্ত অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা) একপত্রে এই তদন্তের নোটিশ জারি করা হয়েছে। পত্রের স্মারক নং-০৫.৪৪.০০০০.০০৪.১৯.০০১.২২.৪৪০ ।
সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের কারণে বর্তমানে পৌর এলাকায় নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না, অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি আমার সম্পর্কে ১০ জন কাউন্সিলরকে দিয়ে মিথ্যে অভিযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি নেই।
এ বিষয়ে জানতে নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা সিনিয়র সহকারী সচিব (কুড়িগ্রামের সাবেক আরডিসি) নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের খবরে পৌরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।