খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউতে অনুষ্ঠিত হয়। জিআইজেড এর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ের সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সিও মোঃ নাজিম উদ্দীন, জিআইজেড এর প্রিন্সিপ্যাল এডভাইজার মোঃ হামিদুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৗশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আইনুল ইসলাম নান্টা, শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, অনিমা রানী মন্ডল, নুরজাহান বেগম নুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু প্রমুখ।

প্রধান অতিথি এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ তৈরীতে রুপকল্প ও পরিকল্পনা সফল করতে সকলের সহযোগিতার প্রয়োজন। সুন্দর একটি পৌরসভা তৈরি করতে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সকলের পরিকল্পিত মতামতের ভিত্তি ও সহযোগিতায় এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের নাগরিক সেবা দিতে দ্রুত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।

সেমিনারে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি, সামাজিক, পেশাজীবি সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিআইজেড’ সিনিয়র এডভাইজার মোঃ এনামুল হক ও পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!