খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সম্পাদক মীর তানজির, কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (২২নভেম্বর) সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার দুটি পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মীর তানজির আহমেদ ও কেষাধ্যক্ষ পদে ইদ্রিস আলী বাবু নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা কালেক্টরেট অফিসার্স ক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে দুপুর ২টা পর্যন্ত। এরপর ভোট গননা শেষে বিকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মাদ হুমায়ুন কবির বিজয়ীদের নাম ঘোষনা করেন। উপ নির্বাচনে নির্বাচনে ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উপনির্বাচনে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি শেখ নাসেরুল হক পেয়েছেন ৫৭ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ইদ্রিস বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহ আলম শানু পেয়েছেন ৫৩ ভোট।

নির্বাচনের দায়ীত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরার জেলা প্রশাসক মুহাম্মাদ হুমায়ুন কবির জানান, ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনের দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোন প্রকার বিশৃংখলা ছাড়াই ভোট গ্রহণ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থা বর্তমান কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু ও কোষাধ্যক্ষ আল আমিন কবির খান চৌধুরী ডেভিডের মৃত্যুর কারণের উক্ত দুটি পদ শুন্য হওয়ায় ওই দু’টি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!