সাতক্ষীরা কলারোয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া উপজেলাধীন যশোর-সাতক্ষীরা সড়কের তুলশীডাঙ্গা আলিয়া মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- বুধহাটার তোতা পারভীন (৩৫), তামান্না (৮), বাগআচড়ার শংকরপুর গ্রামের নুর জাহান (৪৫), কলারোয়ার ইলিশপুরের পারভেজ (২১), নাকিলার আলমগীর হোসেন বকুল (৩৪), সাতক্ষীরার প্রধান শিক্ষক পারুল (৪০), চারা বটতলার আল মামুন (৩০), পারিখুপি গ্রামের দিলীপ (৫০), দিগং গ্রামের মফিজুল ইসলাম (৪৫), চান্দুড়িয়ার আবু বকর সিদ্দিক (৪৫), কালিগঞ্জ থানার দুধলি গ্রামের নুর আহম্মেদ (৪৫), সাতক্ষীরা সদরের ধুলিয়ার গ্রামের পারভীনা খাতুন (৩৫),গোপিনাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে মোস্তফা (৪৫), খলিলুর রহমান (৪০), বিষ্ণু পদ (৩৫), ইলিয়াস হোসেন (২১), বকুল হোসেন (৩৩), মফিজুল ইসলাম (৫৫), হৃদয় হোসেন (২৫), আমজাদ হোসেন (৪৫), হাবিবুর রহমান(৩৯), সদিয়া খাতুন (৮) সহ আরও কয়েজন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস দুপুরে কলারোয়া উপজেলাধীন যশোর-সাতক্ষীরা সড়কের তুলশীডাঙ্গা আলিয়া মাদ্রাসা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি দ্রুতগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার পাশে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে বাসের ১৮ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।