অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ দল? নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে টাইগাররা। প্রথম দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯৫ রান তুলেছে উইন্ডিজ। তারা এখনো ৮ রানে পিছিয়ে থাকলেও হাতে আছে ৮ উইকেট। তবে সফরকারী ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও পেসাররা প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন। যদিও প্রথম দিন শেষে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে রাখার সুযোগ নেই।
দিনের খেলা শেষে নিজ দলের অবস্থান পরিষ্কার করেছেন দিনের সেরা পারফর্মার সাকিব আল হাসান। বিষদ ব্যাখ্যায় দুটি সুযোগের দরজা খুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
যেখানে সাকিব বলেছেন, ‘দেখুন এখানে দলের দুটি সুযোগ আছে। একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যত ইচ্ছা রান করতে দেওয়া। তারপর আমরা সেকেন্ড ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেল। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের একশ, দেড়শ, দুইশর ভেতরে অলআউট করতে পারি, এমনকি আড়াইশর ভেতরে অলআউট করতে পারি– তখন আমরা যদি সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করি। তবে লাস্ট ইনিংসে এখানে কি হবে, আমরা তো জানি না।’
ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে পেসারদের পারফরম্যান্সে খুশি সাকিব। তবে আক্ষেপ ঝরেছে একাধিক ক্যাচ মিসের কারণে।
সাকিব বলেন, ‘আজকের দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য পারফেক্ট একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে। মুস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। এবাদত সবসময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’
উইন্ডিজের ইনিংসের তৃতীয় ও মুস্তাফিজের দ্বিতীয় ওভারের একটি বল লেগে ফ্লিক করতে চেয়েছিলেন ব্র্যাথওয়েট। ব্যাটে-বলে ঠিকমত সংযোগ হয়নি। ক্যাচ যায় লেগ গালিতে, কিন্তু মুমিনুল ধরতে ব্যর্থ হন। শূন্য রানে জীবন পান উইন্ডিজ অধিনায়ক।
ইনিংসের ২৮তম ওভারের মুস্তাফিকের করা চতুর্থ বলে ফিরতে পারতেন রেমন রেইফার। প্রথম স্লিপে ক্যাচ মিস করেন লিটন দাস। যদিও একটু কঠিন ছিল। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও ধরতে পারেননি ক্যাচ। ৪ রানে বেঁচে যান তিনি।
ওই ওভারের পরের বলেই দ্বিতীয় জীবন পান ব্র্যাথওয়েট। এবারও ক্যাচ হাতছাড়া লিটনের। এটিও কঠিন ছিল কিন্তু অসম্ভব নয়। লেগ সাইডের বল ফ্লিক করার চেষ্টা করছিলেন ব্র্যাথওয়েট, বল যায় গালিতে। লিটন বাঁ-দিকে ঝাঁপিয়েও তালুবন্দি করতে পারেননি। শূন্য রানের পর এবার ১৫ রানে জীবন পান উইন্ডিজ অধিনায়ক।
এই ক্যাচগুলো না পড়লে প্রথম দিনে নিজেদেরকেই এগিয়ে রাখতেন সাকিব, ‘ওরা (পেসাররা) একটু আনলাকি। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা আরও ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না।’
খুলনা গেজেট/ এস আই