সংক্ষিপ্ত স্কোর-
ভারত (প্রথম ইনিংস)- ৩৭৬/১০ (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬) (হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৪৯/১০ (৪৭.১ ওভার) (শান্ত ২০, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭)
ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৮৭/৪ (৬৪ ওভার) (ইনিংস ঘোষণা) (গিল ১১৯*, পান্ত ১০৯; মিরাজ ২/১০৩)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) (লক্ষ্য ৫১৫ রান)- ২১৪/৬ (৫৬.২ ওভার) (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৭৬*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ২৫, লিটন ১, মিরাজ ৬*)
চেন্নাই টেস্ট জিততে শেষ দুই দিনে বাংলাদেশের দরকার আরও ৩৫৭ রান। এমন সমীকরণ সামনে রেখে চার উইকেটে ১৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছে দলটি।
সাকিবের পর প্যাভিলিয়নে লিটন-
অশ্বিন সাকিবকে ফেরানোর পর এবার বাংলাদেশের ইনিংসে আঘাত হানলেন রবীন্দ্র জাদেজা। তিনি ফিরিয়েছেন লিটন দাসকে। তার বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে যায়, ক্যাচটি সহজেই লুফে নেন রোহিত শর্মা। ১০ বলে এক রান আসে ইনফর্ম লিটনের ব্যাটে।
প্রথম ঘণ্টা নিরাপদে পার করার পর উইকেট হারাল বাংলাদেশ-
প্রথম ঘণ্টায় উইকেট হারায়নি বাংলাদেশ। কিন্তু বিপত্তি বাধে তারপরই। রবিচন্দ্রন অশ্বিনের ওভারে উইকেট বিলিয়ে দেন এই অলরাউন্ডার। তার স্পিনকে সামনে এগিয়ে ব্লক করতে গেলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ক্যাচ তুলে দেন সাকিব, যা লুফে নেন ইয়াশভি জায়সাওয়াল।
২৬ বলে ২৫ রান করে ফিরে যান সাকিব। এই নিয়ে সাত ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই বাংলাদেশের অলরাউন্ডারের। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
শান্ত-সাকিবের ব্যাটে স্বপ্ন দেখছে বাংলাদেশ-
চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। দিনের প্রথম ৪৫ মিনিট উইকেট হারায়নি দলটি। সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত বেশ আস্থার সঙ্গে ব্যাট চালাচ্ছেন। এদিকে জসপ্রীত বুমরাহর একটি বল আঙুলে লাগে সাকিবের।
যার কারণে মাঠে প্রবেশ করেন ফিজিও। যদিও প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন সাকিব। ব্যক্তিগত ১৭ রানে অল্পের জন্য বেঁচে যান সাকিব। রবীন্দ্র জাদেজার বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তিনি। বল তার ব্যাটের বাইরের কানা ঘেঁষে চলে যায় পেছনে। কিন্তু গ্লাভসে জমাতে পারেননি ঋষভ পান্ত। ফলে স্টাম্পডও হননি সাকিব।
খুলনা গেজেট/এনএম