খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

সাকিবের দেশে ফেরা নিয়ে কি চলছে!

ক্রীড়া প্রতি‌বেদক

রীতিমতো দ্বিধায় পড়ে যাওয়ার মতো অবস্থা। একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাচ্ছে-অসুস্থ তিন সন্তান, মা আর শাশুড়ির পাশে থাকতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। একটু পরই আরেক ব্রেকিং নিউজ-না এখনই ফিরছেন না তিনি।

খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে। ঢাকা থেকে বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার জালাল ইউনুস অন্যপ্রান্তে দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সমন্বয়হীনতায় চূড়ান্ত নাটক মঞ্চস্থ হচ্ছে দেশের ক্রিকেটে!

কঠিন দুঃসময়ে দাঁড়িয়ে সাকিব আল হাসান। তিন সন্তান, মা আর শাশুড়ি ভর্তি হাসপাতালে। এমন অবস্থায় খেলা চালিয়ে যাওয়া সহজ নয়। তিনি ফেরারই সিদ্ধান্ত নিয়েছিলেন। জালাল ইউনুস জানাচ্ছিলেন, আজ রাতেই সাকিব দেশে ফেরার বিমানে উঠবেন। পরে সাকিব নিজেই সিদ্ধান্ত নেন, তিনি আপাতত দলের সঙ্গেই থেকে যাবেন!

কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘একটা ইমারজেন্সি আছে ওর বাসায়। অনেকেই অসুস্থ। সেজন্য একটা দ্বিধা তো আছেই। ‌ঢাকায় ওর ফ্যামিলির সঙ্গে একটা কথা হচ্ছে আসা-যাওয়ার ব্যাপারে। তো টিকিট আমরা প্রায় করেই ফেলেছিলাম ওর জন্য। ওর চলে যাওয়ার কথা ছিল।’

যোগ করে সুজন, ‘পরে সাকিব সিদ্ধান্ত নিয়েছে যে ও যাবে না। ও খেলে যাবে। চলে যাওয়ার ব্যাপারটি সত্যি কথা, বিসিবি থেকে হয়তো জালাল ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগে চেয়ারম্যান) বলেও দিয়েছিলেন চলে যাবে। তার কিছুক্ষণ পরেই সাকিব ডিসাইড করেছে ও যাচ্ছে না। এখন সাকিব যাচ্ছে না। খেলেই তারপর… আমরা এ ব্যাপারে চিন্তা করব।’

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। এছাড়া ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি আছে দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা-জ্বরে ভুগছে। সবমিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। নিয়মিত রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

সাকিবের স্ত্রী-সন্তান বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। বড় মেয়ে আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম বাংলাদেশে এসেছে। ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

সাকিবের দেশে না ফেরার খবরেও শঙ্কা। এটিই কি তবে শেষ সিদ্ধান্ত, নাকি সাকিবের ফেরা নিয়ে নাটকের বাকি রইলো আরো?

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!