বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ১৫২ রানে থামালো জেমকন খুলনা। পারভেজ হোসেনের ইমনের ফিফটির পর খুলনার পেসার শহীদুল ইসলামের বলে চাপে পড়ে বরিশাল। ৯ উইকেট হারিয়ে তারা খুলনাকে ১৫৩ রানের লক্ষ্য দিতে পেরেছে।
মিরপুরে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম বলে উইকেট পায় খুলনা। শফিউল ইসলামের বলে টাইমিং ঠিকঠাক না হওয়ায় ফিরতি ক্যাচ হন মেহেদী হাসান মিরাজ।
পাওয়ার প্লের শেষ বলে বরিশালের আরেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের পতন ঘটে। তিনটি চারে মাত্র ১৫ রান করে শহীদুল ইসলামের বলে ইমরুল কায়েসের ক্যাচ হন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান বরিশালের তৃতীয় উইকেট নেন। জহুরুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ হোসেন (২)।
৪৯ রানে ৩ উইকেট হারানোর পর তৌহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন পারভেজ হোসেন ইমন। দুই নম্বরে ব্যাট করতে নামা এই ব্যাটসম্যান ৪২ বলে ইনিংস সেরা ৫১ রান করে আউট হলে আর উঠে দাঁড়াতে পারেনি বরিশাল।
পরে কেবল হৃদয় (২৭), ইরফান শুক্কুর (১১), মাহিদুল ইসলাম অঙ্কন (২১) ও তাসকিন আহমেদ (১২*) দুই অঙ্কের ঘরে পৌঁছান। ১৯তম ওভারে প্রথম দুই বলে আমিনুল ইসলাম ও হৃদয়কে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন শহীদুল। তা না হলেও চতুর্থ বলে সুমন খানকে ফেরান ডানহাতি মিডিয়াম পেসার।
শেষ ওভারে দ্বিতীয় ও পঞ্চম বলে চার ও ছয় মেরে দলীয় স্কোর দেড়শ পার করেন তাসকিন। ১২ রানে অপরাজিত ছিলেন তিনি।
৪ ওভারে ১৭ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন শহীদুল। দুটি করে পান হাসান ও শফিউল।
খুলনা গেজেট/এএমআর