সাকিব আল হাসান এখন মুক্ত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া সাকিবের উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। এর ফলে মাঠে ফিরতে আর কোনো বাধা নেই তার।
মাঠে ফেরার লক্ষ্য নিয়ে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন বর্তমান বিশ্বের জন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া সাকিব নিজেও যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে একই দিন দেশে ফেরার কথা জানিয়েছিলেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে বিসিবির আয়োজনে পাঁচ দলীয় টি- টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সাকিবের খেলার কথা রয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই নিশ্চিত করেছেন সাকিব এই প্রতিযোগিতায় খেলবে।
গেল বছরের ২৯ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দ্বারা দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান।
জুয়াড়ির দেয়া প্রস্তাব আইসিসির কাছে গোপন করায় নিষিদ্ধ হয়েছিলেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। নিষেধাজ্ঞার পর বেশিরভাগ সময়ই কাটিয়েছেন সাকিব তার পরিবারের সঙ্গে যুক্তরাস্ট্রে।
মাঝে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিতে দেশে ফিরেছিলেন তিনি। তবে সিরিজটি স্থগিত হয়ে গেলে আবারও যুক্তরাষ্ট্র ফিরে যান এই টাইগার অলরাউন্ডার। দুদিন আগে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব জানিয়েছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরবেন।
সাকিব বলেছিলেন, ‘বাংলাদেশে নভেম্বরের প্রথম সপ্তাহে ফিরবো ইন শা আল্লাহ। এরপরেই আসলে বাকি কাজগুলো কিভাবে কি হবে সেটার একটা রূপরেখা তৈরী হবে। এখান থেকে আসলে সেই রূপরেখাগুলো তৈরী করা সম্ভব না। দেশে ফেরার পরই করা হবে। বিসিবির সঙ্গে কথা বলেই করা হবে, এবং সুন্দর করেই করা হবে। কিন্তু এটা দেশে ফেরার আগে সম্ভব না।
খুলনা গেজেট/এএমআর