খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

সাকিব, তামিমসহ সাত বাংলাদেশি লঙ্কান প্রিমিয়াম লিগে

ক্রীড়া ডেস্ক

লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে খেলতে নিবন্ধন করেছেন সাকিব আল হাসানসহ বাংলাদেশের ৭ ক্রিকেটার। তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, লিটন দাস ও তাসকিন আহমেদও শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার আগ্রহ দেখিয়েছেন। টুর্নামেন্ট আয়োজকদের তথ্য অনুযায়ী, ১১টি ভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা এবারের আসরে খেলতে চান।

গত বছর বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে খেলার জন্য নাম নিবন্ধন করেন সাকিব-তামিমসহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু দেশের ঘরোয়া লিগ সামনে রেখে বিসিবি সাফ জানিয়ে দেয়, কাউকে ছাড়পত্র দেওয়া হবে না। তাতে করে নিলামেও ছিলেন না বাংলাদেশের কোনও ক্রিকেটার। এবার ড্রাফটের আগে সাকিবসহ দেশের ৭ ক্রিকেটার তালিকাভুক্ত হলেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর কয়েকবার পিছিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ২৬ নভেম্বর। পাঁচ দলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জাফনা স্ট্যালিয়ন্স। দ্বিতীয় আসরটি ৩০ জুলাই থেকে ২২ আগস্ট হওয়ার কথা রয়েছে। ভেন্যু আগের মতোই হাম্বানতোতার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়াম। ড্রাফটের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।

বাংলাদেশের ৭ ক্রিকেটার ছাড়াও নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক তেম্বা বাভুমা। তার দলের দুই শীর্ষস্থানীয় স্পিনার কেশব মহারাজ ও তাবরাইজ শামসিও খেলতে চান। এই বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ইউসুফ পাঠান দল খুঁজে পান কি না দেখার অপেক্ষা। নিউ জিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান, জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, যুক্তরাষ্ট্রের আলী খান ও নেপালের সন্দীপ লামিছানে দ্বিতীয় আসরে খেলতে আগ্রহী। অস্ট্রেলিয়ার জেমস ফকনার, উসমান খাজা, বেন ডাঙ্ক, ক্যালাম ফার্গুসনও ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক নিকোলাস পুরান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!