গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, তথ্য মন্ত্রণালয় ও মুকসুদপুর প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার দুপুরে জেলার মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুখ খান মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রত্যেককে ১০ হাজার করে ৪২ জন সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর সহযোগিতার চেক তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুখ খান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি এড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাদ হোসেন লিটু প্রমূখ।
খুলনা গেজেট/এনএম