দৈনিক জন্মভূমি’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ গুরুতর অসুস্থ হয়েছেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় অফিসে কাজ করার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাড়িতে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করছেন।
এর আগে শেখ আব্দুল হামিদ প্যানক্রিয়াটিস্টে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার পান্থপথ এলাকার গ্যাসট্রলজি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছিলেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এ দিকে সাংবাদিক শেখ আব্দুল হামিদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন দৈনিক জন্মভূমির প্রকাশক ও সম্পাদকমÐলীর সভাপতি আসিফ কবীরসহ জন্মভূমি পরিবারের সকল সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই