খুলনা প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগান্তর ও পূর্বাঞ্চলের রিপোর্টার আহমেদ মুসা রনজুর পিতা আলহাজ্ব ইউসুফ আলী লস্কর (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (০৭ জুন) ভোরে তিনি শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। সোমবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে কয়রা থেকে রওনা দেওয়া হয়। খুলনায় পৌঁছানোর আগেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রঞ্জু বলেন, আমার পিতা শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত কারণে ভোরে ইন্তেকাল করেছেন। আসর বাদ ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদে জানাজা শেষে গাজী বাড়ির পারিবারিক কররস্থানে মরহুমকে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক আহমদ মুসা রঞ্জু’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/এনএম