বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনের পথে বাধা বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। তবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায় তার দেশ।
আমেরিকান চেম্বার অব কর্মাসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকার ওয়াশিংটন দূত পিটার হাস। এসময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের পাঁচটি দিক তুলে ধরেন তার বক্তব্যে। যেখানে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর জোর দেন পিটার।
তিনি বলেন, মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে স্থিতিশীলতার বিকল্প নেই। এই প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত দাবি করেন, বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি আসছে জাতীয় নির্বাচনের পথে বাধা।
সূচনা বক্তব্যে নিজের যুক্তি তুলে ধরেন কেন উভয় দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করা উচিত। প্রশ্নোত্তর পর্বে রোহিঙ্গা ইস্যুতে আরও সমর্থনের কথাও জানান মার্কিন দূত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত অর্থায়ন ডিএফএসি পাওয়া আগে ফিরে পেতে হবে জিএসপি।