ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (১লা জানুয়ারি) এক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেন সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় ফাঁকা জায়গায় বাগান করাকে কেন্দ্র করে হুমকি দেন তিনি। ঐদিন বিকেলে নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেন। তিনি আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক। পরে ২ জানুয়ারি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেন তিনি। এছাড়াও অভিযুক্তকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অপসারণ ও উপযুক্ত শাস্তির দাবি জানান বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থী।
খুলনা গেজেট/এ হোসেন