সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে কর্মবিরতি পালিত হয়।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত ২ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা একযোগে এ কর্মবিরতি পালন কর্মসূচিতে অংশ নেয়। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত ছিলো বলে খুলনা গেজেটকে বলেন, কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব ও সাধারণ সম্পাদক ড.মোঃ আলমগীর হোসেন।
সভাপতি, সম্পাদক আরও বলেন, দাবি না মানলে আগামী ৪ জুন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধ দিবস ৪ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রকার কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে লাগাতার কর্ম বিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ২৬ মে একই দাবিতে কুয়েটসহ সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এছাড়া গত ১৯ মে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে মৌন মিছিল ও কালোবাজ ধারণের মতো কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্তম্ভ “দূর্বার বাংলা” ‘র পাদদেশে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা প্রকাশ করে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ তাদের দাবীর পক্ষে আন্দোলন করছে।
খুলনা গেজেট/এনএম