খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না: ফয়জুল করীম

গেজেট ডেস্ক 

সরকারের পতন না হওয়ার পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। রোববার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করীমের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে ছাত্র-জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফয়জুল করীমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

শাহবাগ চত্বরে ছাত্র-জনতার উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি। এটা এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণি, পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয় সন্নিকটে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলন শেষ হবে না। আমরা ছাত্রজনতার আন্দোলন সংগ্রাম আছি এবং থাকবো।

তিনি বলেন, সারা দেশের ওলামা, শ্রমিক-জনতা, প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের জনগণকে আন্দোলনে নেমে আসার আহ্বান জানাচ্ছি।

আমরা মরার জন্য একসাথে হলে কেউ আমাদেরকে মারতে পারবে না। আর বাচাঁর জন্য ছিন্নভিন্ন হলে কেউ বাঁচবো না। কাজেই একসাথে থাকবো, একসাথে আন্দোলন গড়ে তুলবো। ছাত্র-জনতার বিজয় হবেই, ইনশাআল্লাহ।

সমাবেশ থেকে আবারও সোমবারের গণমিছিল কর্মসূচির কথা জানান ফয়জুল করীম। তিনি বলেন, সোমবার সকাল ১০টায় সরকার পতনের একদফা দাবিতে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত শেষে গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি। একইসাথে সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার জনতার টর্নেডো রাজপথে দেশবাসী দেখতে পাবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!