খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে চারটি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার ৩৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩২ জন।
নির্বাচনে সম্পাদক পদে আবুল বাশার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. মো. নাজমুল আহসান ১১ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক (সাধারণ) পদে মোঃ শফিকুল ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জয়শ্রী দেবনাথ পেয়েছেন ৭ ভোট।
যুগ্ম সম্পাদক ( শিক্ষক ক্লাব) পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত কুমার দেবনাথ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মৌসুমী ফারহানা পেয়েছেন ৭ ভোট। এছাড়া
কোষাধ্যক্ষ পদে কাজী আলিমুজ্জামান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মো. মাসুম আহমেদ পেয়েছেন ১৩ ভোট।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. নেহাল উদ্দীন মুন্সী।
ফলাফল ঘোষণা শেষে বিজয়ী প্রার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালামের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা গেজেট/এমএম