খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদরে অবস্থিত এম এ মজিদ ডিগ্রী কলেজ সরকারি অনুমোদন পাই ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। চারিদিকে নদী বেষ্টিত দীঘল দ্বীপ নামে খ্যাত এ উপজেলার একমাত্র সরকারি কলেজ এটি। ৬ বছর আগে কলেজটি সরকারি অনুমোদন পেলেও অধ্যক্ষ নিয়োগ পাইনি। চাকুরির বয়োজ্যৈষ্ঠ অনুসারে কলেজের শিক্ষকরাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের দায়িত্ব পালন করেছেন এতদিন। অবশেষে কলেজটি’র অধ্যক্ষ পদটি ভারমুক্ত হল। কলেজটিতে নিয়োগ দেওয়া হয়েছে একজন অধ্যক্ষ।
বুধবার (১৬ এপ্রিল) কলেজটিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন অধ্যাপক মোঃ আব্দুল জব্বার। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। ইতিপূর্বে তিনি খুলনা সরকারি মহিলা কলেজে প্রাণীবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন। তার বাড়ির মেহেরপুর জেলায়।
নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোঃ আব্দুল জব্বার যোগদানের জন্য গতকাল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম মাহমুদ আকতার, কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে দীর্ঘ ছয় বছর পর কলেজটি অধ্যক্ষ নিয়োগ পাওয়ায় উৎফুল্ল এবং উচ্ছ্বসিত কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। এলাকাবাসীসহ কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীসহ সকলের প্রত্যাশা নতুন অধ্যক্ষ কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং কলেজটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ায় ভূমিকা পালন করবেন।
খুলনা গেজেট/এনএম