খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সরকারি বিএল কলেজের গণিত বিভাগের শতবর্ষ পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

খুলনা সরকারি বিএল কলেজের মুক্তি’৭১ চত্বরে গণিত বিভাগের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়। শনিবার (১১মে) সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানের উদ্বোধন করেন ও বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন।

শতবর্ষ বক্তা হিসেবে বক্তৃতা করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুব্রত মজুমদার, স্বাগত বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব এবং সূচনা বক্তৃতা করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো.হাফিজুর রহমান। এছাড়াও নগরীর বিভিন্ন কলেজের শিক্ষক, কলেজের গণিত বিভাগের প্রাক্তান শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা ও  প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রচেষ্টায় ছাত্র ও শিক্ষক সমাজকে একাত্ম হয়ে অবদান রাখতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা প্রতিকুলতার মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু ঘাতকদের ষড়যন্ত্রে তিনি স্বপরিবারের নিহত হবার ফলে তার সে প্রচেষ্টা থেমে যায়। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বশীল হওয়ার পর দেশে উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়। যে কোন মূলে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে।

সিটি মেয়র কলেজের প্রতিষ্ঠাতা শাস্ত্রী ব্রজলাল চক্রবর্তী ও ৪০ একর জমি দাতা সৈয়দপুর এস্টেটের সত্ত্বাধিকারী হাজী মহম্মদ মহসীন’কে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শতাব্দি প্রাচীন ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজ উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশ বরেণ্য অনেক পন্ডিত ব্যক্তি এ কলেজে শিক্ষকতা করেছেন এবং কলেজের অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে স্বীয় মেধা ও যোগ্যতার মাধ্যমে সুনাম অর্জনে সক্ষম হয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!