সমাবেশের বিকল্প স্থান নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখার পর এমন কথা বলেন তিনি।
তিনি বলেন, রাস্তায় কোন সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। সমাবেশের বিকল্প স্থান নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করা যেতে পারে।
এর আগে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের অনেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।